জেমি ডে গত ১৮ জুন দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর অধীনেই মাঠে নামবে বাংলাদেশ। জেমির সঙ্গে একটি ব্যাপার মিলে গেছে কাকতালীয়ভাবেই। যেদিন তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, সেদিনই রাশিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করেছিল তাঁর দেশ ইংল্যান্ড। 
বাংলাদেশে বসে নিজের দেশের ফুটবল উপভোগ করছেন জেমি। ঢাকায় পা রেখেই রাতে হোটেলে বসে দেখেছেন তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়। দ্বিতীয় ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারলেও দ্বিতীয় পর্বটা বড় স্বপ্ন নিয়েই শুরু করতে যাচ্ছে ইংলিশরা। ধাপে ধাপে এগিয়ে বিশ্বকাপ জয়ের দীর্ঘ হাহাকারটা ঘোচাতে চায় তারা। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এতে যে কোনো সাফল্যই নেই, তাদের
তিন ম্যাচে আট গোলের বিপরীতে তিন গোল হজম। পরিসংখ্যানটা আহামরি কিছু না হলেও ফেলে দেওয়ার নয়। বরং পরিসংখ্যানের ধার না ধেরে ইংল্যান্ডের পারফরম্যান্সই বেশি মনে ধরেছে জেমির। তারুণ্যনির্ভর এই দল অনেক দূর যাবে বলেও মনে করেন বাংলাদেশের ইংলিশ কোচ। কত দূর যাবে—সেই ভবিষ্যদ্বাণী না করতে চাইলেও আজ কলম্বিয়াকে যে ইংল্যান্ড হারাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাঁর।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

 

© web news. | :